ফুলবাড়ী পৌরসভার মেয়র বরখাস্তের প্রতিবাদে বিক্ষোভ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/04/05/photo-1491413162.jpg)
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার মেয়র মরতুজা সরকার মানিককে সাময়িকভাবে বরখাস্ত করার প্রতিবাদে আজ বুধবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
ফুলবাড়ী কমিউনিস্ট পার্টি, ফুলবাড়ীর সম্মিলিত পেশাজীবী সংগঠন ও ফুলবাড়ীবাসীর পক্ষ থেকে বিকেল ৪টায় নিমতলা মোড়ে প্রতিবাদ সভা হয়। ফুলবাড়ী কমিউনিস্ট পার্টির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর জয়প্রকাশ গুপ্তের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক প্যানেল মেয়র নুরুজ্জামান জামান।
প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল ফুলবাড়ী শহর প্রদক্ষিণ করে।
অপরদিকে বিকেল ৫টায় ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির সামনে থেকে সম্মিলিত পেশাজীবী সংগঠন ও ফুলবাড়ীবাসীর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নিমতলা মোড়ে এক প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী ডেকোরেটর মালিক সমিতির সভাপতি, ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ও সম্মিলিত পেশাজীবী সংগঠনের সদস্য সচিব সহকারী অধ্যাপক শেখ সাবীর আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান মজিবর রহমান, পৌর কাউন্সিলর গোলাফ্ফর হোসেন, ফুলবাড়ী থানা ইলেকট্রিশিয়ান সমিতির সভাপতি ফারুক আহম্মেদ, ফুলবাড়ী উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আবু সাইদ, ফুলবাড়ী টিউবওয়েল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, ডেকোরেটর মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকির হোসেন, তরুণ ব্যবসায়ী সমিতির মমিনুল ইসলাম, উজ্জ্বল গুপ্ত, রুবেল, ফুলবাড়ী হকার্স সমিতির সভাপতি মোস্তাক আহম্মেদ প্রমুখ।
এশিয়া এনার্জির করা ভাঙচুর ও নাশকতা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি মেয়র মরতুজা সরকার মানিক। গত ৩ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ সালের ৩১-এর উপধারার (১) মোতাবেক আদালত অভিযোগপত্র গ্রহণ করায় দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার মেয়র মরতুজা সরকার মানিককে সাময়িকভাবে বরখাস্তের নির্দেশ দিয়ে ১ নম্বর প্যানেল মেয়র মামুনুর রশিদকে দায়িত্ব গ্রহণের জন্য আদেশ দেন।
সেই আদেশের প্রতিবাদে ফুলবাড়ী আবারও উত্তাল হয়ে উঠেছে এবং বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।