পুলিশি বাধায় পণ্ড আখতারুজ্জামানের কর্মসূচি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/19/photo-1434716691.jpg)
রেলের যাত্রীসেবা বৃদ্ধির দাবিতে বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ডাকা পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে দেয়নি কিশোরগঞ্জের কটিয়াদী থানা পুলিশ। তাদের দাবি, সাবেক এই সংসদ সদস্যের কর্মসূচির কারণে ‘অস্থিরতা সৃষ্টির আশঙ্কা’ রয়েছে বলেই কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে।
আজ শুক্রবার কটিয়াদী উপজেলার গচিহাটা রেলস্টেশনে এ ঘটনা ঘটে। স্টেশনের যাত্রীসেবা বৃদ্ধিসহ রেলপথের উন্নয়ন, জরাজীর্ণ সড়ক মেরামত, বিদ্যুৎ পরিস্থিতির উন্নতিসহ ১১ দাবিতে দুপুরে কর্মসূচি দিয়েছিলেন আখতারুজ্জামান রঞ্জনের নেতৃত্বাধীন ‘অধিকার আদায় আন্দোলন-কিশোরগঞ্জ’ নামে একটি সংগঠন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কর্মসূচি থাকলেও সকাল থেকেই দুজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ পুরো স্টেশন এলাকা ঘিরে ফেলে। পুলিশ যাত্রী ছাড়া স্টেশন ও এর আশপাশের সব লোকজনকে সরিয়ে দেয়। এর ফলে কর্মসূচি পালনের জন্য কোনো নেতাকর্মী সেখানে জমায়েত হতে পারেননি।
দুপুর ১টার দিকে আন্তনগর এগারসিন্দুর ট্রেনটি স্টেশনে এসে থামলে সংগঠনের আহ্বায়ক আখতারুজ্জামান রঞ্জন যাত্রীদের মাঝে প্রচারপত্র বিলি করেন। এ সময় বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে বিএনপি নেতার কিছুটা বাকবিতণ্ডা হয়।
পরে সেখানে দাঁড়িয়ে মাইক ছাড়াই সাবেক সংসদ সদস্য বক্তব্য দেন। এ সময় কোনো কারণ ছাড়াই জনসম্পৃক্ত একটি কর্মসূচিতে পুলিশের বাধাদানের তীব্র নিন্দা জানান তিনি।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘সারা দেশে বর্তমানে শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। সাবেক সাংসদের এ কর্মসূচির কারণে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা রয়েছে।’