দিনাজপুরে শিক্ষকের বাসায় গৃহকর্মীর লাশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/04/11/photo-1491888155.jpg)
দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকায় দুলালী (১৪) নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুলালীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। সে দিনাজপুর জেলা স্কুলের সহকারী শিক্ষক আনিসুর রহমানের বাসায় কাজ করত।
এ ব্যাপারে হাসপাতালের চিকিৎসক ডা. ধ্রুব জ্যোতি সিনহা বলেন, মেয়েটি হাসপাতালে নেওয়ার আগেই মারা গেছে। তার গলায় দাগ আছে।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গৃহকর্তার লোকজন দুলালীর লাশ হাসপাতালে নিয়ে আসে। এরপর নিয়ে যেতে চাইলে পুলিশকে খবর দেওয়া হয়। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে লাশ দেওয়া হবে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদোয়ানুল রহিম জানান, দুলালী এক বছর ধরে সহকারী শিক্ষক আনিসুর রহমানের বাসায় কাজ করে আসছিল। সে তাদের দুই শিশু সন্তানের দেখাশোনা করত। তার বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা গ্রামে।
পুলিশ জানায়, এ ব্যাপারে দুলালীর পরিবারের লোকজন এলে মামলা করা হবে।