দিনাজপুরে বাসচাপায় নিহত ২
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/04/15/photo-1492261188.jpg)
দিনাজপুরের বিরামপুর উপজেলায় বৈশাখী মেলা থেকে ফেরার পথে বাসচাপায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চাঁদপুর মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার আয়ড়া মোড় এলাকার বিনোদ মুমু (৪৫) ও নবাবগঞ্জ উপজেলার দাউদপুর খয়েরগনি গ্রামের জিসিন্তা (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে মির্জাপুর থেকে চৈত্রসংক্রান্তি মেলা দেখে চার থেকে পাঁচজন ব্যক্তি ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে ঢাকাগামী কোচ হানিফ এন্টারপ্রাইজের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানের যাত্রীরা রাস্তার ওপর ছিটকে পড়ে যান। এ সময় বিনোদ মুমু ও জিসিন্তা বাসের নিচে চাপা পড়ে নিহত হন। এ ঘটনায় আরো দুই যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে বিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করে থানায় রাখা হয়েছে।