বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৩
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ গুরুতর আহত হয়েছেন আরো তিনজন।
আজ শনিবার রাত ৮টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে এক শিশু রয়েছে। তবে হতাহত কারোরই বিস্তারিত পরিচয় জানা যায়নি।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) জিমেল হোসেন জানান, সিরাজগঞ্জ থেকে নলকাগামী একটি অটোরিকশা শিয়ালকোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস এটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ এক যুবক নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
এসআই আরো জানান, দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরো তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহত তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠান।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. ফয়সাল জানান, সড়ক দুর্ঘটনায় শিশুসহ ঘটনাস্থলেই দুজন নিহত হন। হাসপাতালে ভর্তি করার পর আরেকজন মারা যান।