বিএনপি ইস্যু তৈরির কারখানা : কাদের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/04/17/photo-1492405195.jpg)
এনটিভির পুরোনো ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির সমালোচনা করে বলেছেন, বিএনপি ইস্যু তৈরির কারখানা। তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি নেই।
মুজিবনগর দিবস উপলক্ষে আজ সোমবার সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকের এসব বলেন ওবায়দুল কাদের।
তিস্তা চুক্তি যেন না হয়, সে জন্য বিএনপি ভারত সরকারের একজন মন্ত্রী ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ করেছে বলে কিছু গণমাধ্যমের খবর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে কিছু জানি না। তবে শেখ হাসিনা সরকারের আমলে তিস্তা চুক্তি যেন না হয়, সেটা বিএনপির লক্ষ্য ও উদ্দেশ্য।
মুজিবনগর দিবসের ইতিহাস তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজকের দিনের শপথ সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া।