অপকর্মের জন্য অনেকের জনপ্রতিনিধি হওয়ার পথ রুদ্ধ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/04/21/photo-1492770454.jpg)
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপকর্মের জন্য অনেক আওয়ামী লীগ নেতারই ভবিষ্যতে জনপ্রতিনিধি হওয়ার পথ রুদ্ধ হয়ে গেছে।
আজ শুক্রবার দুপুরে নোয়াখালীর মাইজদীর ভুলুয়া ডিগ্রি কলেজে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী মোমিন উল্লাহর স্মরণসভায় যোগ দিয়ে সেতুমন্ত্রী এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কঠোর অবস্থানে রয়েছি। যেখানেই অপকর্ম হচ্ছে, সেখানেই তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যেখানে প্রয়োজন সেখানে প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছি। আমাদের অনেক নেতাকর্মী এর মধ্যে কিন্তু জেলে আছে। অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। অনেকেই দল থেকে বহিষ্কৃত হয়েছে। অনেকেই ভবিষ্যতে জনপ্রতিনিধি হওয়ার যে সম্ভাবনা, অপকর্মের জন্য সেই পথ তাদের রুদ্ধ হয়ে গেছে।’
এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আলম সেলিম, জেলা প্রশাসক (ডিসি) বদরে মুনির ফেরদাউস, পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ।
মন্ত্রী পরে শহীদ মিনারে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী মোমিন উল্লাহর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। একই দিনে নোয়াখালীর চৌমুহনীতে এম মোরশেদ আলম কমপ্লেক্স ভবনের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।