সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে একজন আটক
খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনসংলগ্ন কালীবাড়ি লঞ্চঘাট এলাকা থেকে মো. রেজাউল গাজী (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল সোমবার সন্ধ্যায় তাঁকে আটক করা হয়।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মংলা) অপারেশন অফিসার লেফটেন্যান্ট এ এম রাহাতুজ্জামান জানান, রেজাউল বনদস্যু কাশেম বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড। তিনি দাকোপ উপজেলার গুনারী গ্রামের বাসিন্দা।
রাহাতুজ্জামান জানান, কাশেম বাহিনীর সদস্যরা কালীবাড়ি লঞ্চঘাট এলাকায় অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল—এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টার দিকে সেখানে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা দ্রুত পালিয়ে যায়। তবে পালাতে না পারায় রেজাউল কোস্টগার্ডের হাতে ধরা পড়েন।
রাহাতুজ্জামান আরো জানান, রেজাউলের কাছ থেকে একটি দেশি শটগান, ১৮টি তাজা গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। রাতেই তাঁকে দাকোপ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।