সাভারে ইফতার নিয়ে আওয়ামী লীগের সংঘর্ষ
সাভারে আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার অনুষ্ঠানে খাবার নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় শতাধিক চেয়ার ভাংচুর করেন দলের নেতাকর্মীরা।
সাভার পৌর ডাগড়মোড়া এলাকায় আয়োজিত আওয়ামী লীগের ইফতার অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এ অনুষ্ঠানে উপস্থিত নেতারা আওয়ামী লীগের বিভিন্ন সময়ের রাজনীতি ও আন্দোলন নিয়ে আলোচনা করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য এনামুর রহমান উপস্থিত ছিলেন।
ইফতারের সময় খাবার বিতরণ করতে গিয়ে শুরু হয় বিপত্তি। খাবার দেওয়াকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। একপর্যায়ে নিজেদের মধ্যেই সংঘর্ষ বেধে যায়। নেতাকর্মীরা অনুষ্ঠানের জন্য সাজানো শতাধিক চেয়ার ভাংচুর করেন।
এ ব্যাপারে অনুষ্ঠানের সভাপতি সাভার পৌর এলাকার আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি হাফিজউদ্দিন এনটিভি অনলাইনকে বলেন, ‘খাবার দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। বিষয়টি অত্যন্ত ন্যক্কারজনক।’
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ‘এখনো কেউ আমাদের কাছে এ ব্যাপারে অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।’