গাজীপুরের মেয়র গ্রেপ্তার
বাসে পেট্রলবোমা হামলা, ভাঙচুর ও পুলিশের কাজে বাধাদানের ঘটনায় দায়ের করা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেল সাড়ে ৫টায় তাঁকে রাজধানীর বারিধারার ডিওএইচএসের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) হারুন-অর রশিদ এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়রকে ঢাকা থেকে গাজীপুরে নিয়ে আসা হয়েছে। তাঁকে গত বছরের ২৭ ডিসেম্বর গাজীপুরের বোর্ড বাজারে গাড়ি ভাঙচুর, একই বছরের ৯ নভেম্বর জেলা বিএনপি অফিসের সামনে পুলিশের কাজে বাধাদান এবং গত ৫ ফেব্রুয়ারি পুলিশ লাইনের কাছে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় দায়ের করা তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
এ ছাড়া মেয়রের বিরুদ্ধে বিরুদ্ধে সন্ত্রাসী কাজে উসকানি, অর্থ জোগানদাতা এবং নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। এসব মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান এসপি।
গত ৪ ফেব্রুয়ারি রাতে ঢাকা-জয়দেবপুর সড়কে গাজীপুর মহানগরের সার্ডিগেইট এলাকায় ঢাকাগামী বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে শিশুসহ পাঁচজন অগ্নিদগ্ধ হয়। এ ছাড়া জ্বলন্ত বাস থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে আরো তিনজন আহত হয়।
পরের দিন জয়দেবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম বাদী হয়ে মেয়র এম এ মান্নানকে প্রধান আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। এতে বিএনপি-জামায়াতের ৩৯ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০ জনকে আসামি করা হয়।
অন্য আসামিদের মধ্যে মেয়র অধ্যাপক এম এ মান্নানের ভাই আ. কাদির, ছেলে মঞ্জুরুল আলম রনি, ভাতিজা আলমগীর হোসেন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, কাউন্সিলর হান্নান মিয়া হান্নুর নামও রয়েছে।