চট্টগ্রামে ভেঙে পড়া রেলওয়ে সেতুর কাজ শেষ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/24/photo-1435155639.jpg)
দুর্ঘটনার পাঁচ দিন পর চট্টগ্রামের বোয়ালখালী রেলওয়ে সেতুর মেরামতকাজ শেষ হয়েছে। আজ বুধবার বিকেলে সেতু মেরামতের কাজ শেষ করে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।
আগামী কয়েকদিনের মধ্যে সেতু ভেঙে খালে পড়ে যাওয়া ইঞ্জিনসহ দুটি ওয়াগন উদ্ধারের কাজ শেষ করতে পারবে বলে জানান রেলওয়ের প্রধান প্রকৌশলী কামরুল হাসান। বিকেলে সেতুর মেরামত ও রেললাইনের কাজ শেষ করে পাঁচটি কোচের মাধ্যমে পরীক্ষামূলকভাবে উদ্ধারকারী ট্রেন চলাচল শুরু করে।
কাল বৃহস্পতিবার থেকে ইঞ্জিনসহ দুটি ওয়াগন উদ্ধারের কাজ শুরু হবে। এতে কয়েকদিন সময় লাগবে বলে জানান রেলওয়ের প্রধান প্রকৌশলী।
গত শুক্রবার বোয়ালখালী এলাকায় ফার্নেস অয়েলবাহী দুটি ওয়াগন ও ইঞ্জিন সেতু ধসে খালে পড়ে যায়। সেতু মেরামত না হওয়ায় পাঁচদিন ধরে বন্ধ রয়েছে দোহাজারীর সাথে চট্টগ্রামের ট্রেন চলাচল। দুর্ঘটনার ফলে দুটি ওয়াগনের ৫০ টন জ্বালানি তেল খাল-বিল হয়ে নদীতে ছড়িয়ে পড়ায় পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। এসব তেল সরানোর কাজ দেরিতে শুরু হওয়ায় তা ছড়িয়ে পড়েছে পাশের কর্ণফুলী ও হালদা নদীতে। ছড়িয়ে পড়া তেলের দূষণে স্থানীয় ফসলি জমি, এলাকার পরিবেশ ও জীব বৈচিত্র্যও হুমকির মুখে পড়েছে। এ ছাড়া তেল মিশ্রিত জোয়ারের পানি এলাকার পুকুরগুলোতে প্রবেশ করায় তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয় লোকজনের।