অভিন্ন নিরাপত্তা নিয়ে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র
মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট বলেছেন, বর্তমানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। দিন দিন এ সম্পর্ক আরো জোরদার হবে। অভিন্ন নিরাপত্তা বিষয়ে দুই দেশ একসঙ্গে কাজ করবে ।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের একথা বলেন বার্নিকাট। এর আগে মার্কিন রাষ্ট্রদূত আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেন।
দেড় ঘণ্টার বৈঠকের বিষয়ে বার্নিকাট বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেক দিনের। নিরাপত্তা ইস্যুসহ আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি। আগামী দিনগুলোতে আমাদের সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে নিরাপত্তা ইস্যুগুলো প্রধান। আমরা একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছি।’
আনিসুল হক বৈঠকের বিষয়ে বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। এ সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে।’