ব্রহ্মপুত্রে পোনা ছাড়ল পুলিশ অ্যাসোসিয়েশন
‘মাছে-ভাতে বাঙালি’র পাতে এখন ভাত থাকলেও মাছের জোগান অনেকটাই কম। ১৬ কোটি মানুষের মাছের চাহিদা মেটাতে নদী-নালা, খাল-বিল ও জলাশয় থেকে মাছ ক্রমাগত হ্রাস পাচ্ছে। নদী ভরাটের ফলে নাব্যতা হ্রাস, বিল, হাওর-বাঁওড়সহ প্রাকৃতিক জলাশয় চাষাবাদের আওতায় আসার ফলে মাছের প্রজনন বা বংশ বিস্তার বাধাগ্রস্ত হচ্ছে।
এ অবস্থায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন উন্মুক্ত নদী-বিল, হাওর-বাঁওড়সহ প্রাকৃতিক জলাশয়ে মাছের পরিমাণ বাড়ানোর লক্ষ্যে পোনা ছাড়ার উদ্যোগ নিয়েছে। ময়মনসিংহ জেলা পুলিশের তত্ত্বাবধানে পুরো জেলায় ক্রমান্বয়ে এক লাখ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হবে।
এই কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে প্রথম পর্যায়ে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মইনুল হক।
এ সময় বিএফআরআইয়ের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম কোহিনুর বলেন, দেশের মোট মাছ উৎপাদনের ১১% শতাংশ মাছ ময়মনসিংহে উৎপন্ন হয়ে থাকে। অবমুক্ত মাছের পোনা নির্দিষ্ট সাইজের আগ পর্যন্ত যাতে শিকার না করা হয় সে জন্য প্রচার চালাতে সাংবাদিকদের সহায়তা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পৌর মেয়র ইকরামুল হক টিটু, জেলা মৎস্য কর্মকর্তা মো. লুৎফর রহমান, জেলা কম্যুনিটি পুলিশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন।