সিলেটে পুলিশের ওপর ট্রাকশ্রমিকদের হামলা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/25/photo-1435247725.jpg)
সিলেট মহানগরীর নাইওরপুল পয়েন্টে এক ট্রাফিক পুলিশের ওপর ট্রাকশ্রমিকরা হামলা চালিয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। রাতে পুলিশ ও ট্রাকশ্রমিক নেতারা বসে বিষয়টির মীমাংসা করবেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে নগরীর সোবহানীঘাট পয়েন্ট থেকে পিকআপ ভ্যান নিয়ে এক চালক কুমারপাড়ায় যাচ্ছিলেন। এ সময় নাইওরপুল পয়েন্টের দিকে পুলিশের ভ্যান নিয়ে এক পুলিশ সদস্য যাচ্ছিলেন।
নাইওরপুল পয়েন্টে পুলিশের ভ্যানের সাথে পিকআপটির ধাক্কা লাগে। এ সময় পুলিশ ভ্যানের চালক গাড়ি থেকে নেমে পিকআপ ভ্যানের চালককে চড় মারেন।
পিকআপ ভ্যানের চালক সোবহানীঘাট পয়েন্টে গিয়ে অন্যান্য ট্রাকশ্রমিকদের বিষয়টি জানান। তখন উত্তেজিত হয়ে ট্রাকশ্রমিকরা নাইওরপুল পয়েন্টে এসে সড়ক অবরোধ করে এবং সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কনস্টেবল সৈকতের ওপর হামলা চালায়।
খবর পেয়ে ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি রাতে মীমাংসা করার সিদ্ধান্ত নেন।
সিলেট ট্রাফিক পুলিশের পরিদর্শক সেলিম আহমদ ও সিলেট ট্রাকশ্রমিক ইউনিয়নের সহসভাপতি হাসমত আলী এনটিভি অনলাইনকে জানান, রাতে বিষয়টির মীমাংসা করা হবে।