রাজধানীতে স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় এক স্কুলছাত্রীকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার (৪ মে) এ ঘটনা ঘটে।
ওই ছাত্রী স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে। স্বাস্থ্য পরীক্ষা করতে আজ মঙ্গলবার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হয়েছে।
কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, গত ৪ মে বিকেলে স্কুল থেকে ফেরার পথে ফুফাতো ভাই আরিফ (২২) জোর করে সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে নিয়ে যায় কিশোরীকে। পরে ৬ মে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে রাজধানীর আশকোনা থেকে উদ্ধার করেন।
এ বিষয়ে জানতে চাইলে কামরাঙ্গীরচর থানার পরিদর্শক বাবু কুমার সাহা জানান, ছাত্রীর বাবা নিজেই বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামি আরিফকে গ্রেপ্তারে অভিযান চলছে।