কালীগঞ্জে কলেজছাত্র খুন, মা গুলিবিদ্ধ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/11/photo-1423671391.jpg)
গাজীপুরের কালিগঞ্জ উপজেলায় আজ বুধবার জমি নিয়ে বিরোধের জের ধরে দুর্বৃত্তের গুলিতে এবং ধারালো অস্ত্রের আঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর মা গুরুতর আহত হয়েছেন।
নিহত ছাত্রের নাম নয়ন মিয়া (২২)। তিনি উপজেলার নাগরী ইউনিয়নের কালীকোটি গ্রামের ঠিকাদার নবী হোসেনের ছেলে। ঢাকার তিতুমীর সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি। তাঁর মা ইয়াসমিনকে (৪৩) আশঙ্কাজনক অবস্থায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এ খুনের ঘটনা ঘটে থাকতে পারে । তবে বাড়িতে কেউ না থাকায় বিস্তারিত কিছু জানা যায়নি।
নয়নের বাবা নবী হোসেন অভিযোগ করেন, তাঁর বাড়িতে আজ দুপুরে স্থানীয় ইমান আলী ও সালাউদ্দিনের নেতৃত্বে ১৪-১৫ জন সশস্ত্র লোক হামলা করে। হামলাকারীরা তাঁর স্ত্রী ও ছেলেকে রামদা ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায় এবং গুলি করে।
এলাকাবাসী জানায়, আহত নয়ন আত্মরক্ষার্থে দৌড়ে পাশের এক আত্মীয়র বাড়িতে গিয়ে আশ্রয় নেন। হামলাকারীরা সেখানে গিয়ে নয়নের মাথায় পিস্তল ঠেকিয়ে কয়েকটি গুলি করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ নয়ন ও তাঁর মাকে উদ্ধার করে ঢাকার অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে ইয়াসমিনের বাম হাতের বেশির ভাগ অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এলাকাবাসী আরো জানায়, নবী হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর চাচা শ্বশুরের ছেলে ইমান আলীর বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে ইমান আলী ও তাঁর লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন নয়নের বাবা নবী হোসেন ।