দুই নারীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার ৩
ঝিনাইদহের কোটচাঁদপুরে দুই নারীকে ধর্ষণের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন শাহিন, কৃষ্ণপদ দাস ও রাজীব।
আজ বুধবার সকালে কোটচাঁদপুর থানায় ধর্ষণের শিকার দুই নারীর একজন একটি মামলা দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি জানিয়েছেন।
মামলার এজাহারের বরাত দিয়ে ওসি জানান, গত ৫ মে রাত সাড়ে ১১টার দিকে কোটচাঁদপুর রেলস্টেশনে অপেক্ষা করছিলেন দুই নারী। ট্রেন আসতে দেরি হয়। এ সময় গ্রেপ্তার হওয়া আসামিরাসহ পাঁচজন তাঁদের আমবাগানে নিয়ে ধর্ষণ করেন।
ওসি জানান, থানা পুলিশ মামলা নেওয়ার পর কোটচাঁদপুর সদরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। দুই নারীর ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।