গুম-হত্যা ও চাঁদাবাজির প্রতিবাদে রাঙামাটিতে সমাবেশ
পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, গুম ও অপহরণের প্রতিবাদে এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে রাঙামাটিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার রাঙামাটি শহরে জিমনেসিয়াম চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। নিপীড়িত ও নির্যাতিত পার্বত্যবাসীর ব্যানারে সমাবেশটি আয়োজন করা হয়।
সমাবেশে রাঙামাটির ১০টি উপজেলাসহ বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষ, ব্যবসায়ী, রাজনৈতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। সমাবেশকে ঘিরে পুরো জেলা অচল হয়ে পড়ে। জেলা শহর ও উপজেলার প্রায় সব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে সমাবেশে যোগ দেয় লোকজন।
পার্বত্য নাগরিক পরিষদের আহ্বায়ক নূরজাহান বেগমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জুড়াছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রূপ কুমার চাকমা, কাজী মো. জালোয়া, নুরেন পাংখোয়া, লাল এংলিয়ানা পাংখোয়া, মোর্শেতা আক্তার, নিহত অটোরিকশা চালক রতনের স্ত্রী নাজমা বেগম, বারেক শেখ, সোহেল রিগ্যান, শাহাদাত ফরাজি সাকিব, ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, অ্যাডভোকেট আবসার আলী, এয়াকুব আলী চৌধুরী ও অ্যাডভোকেট আলম খান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর আলম মুন্না।
সমাবেশে পাঠ করা ঘোষণাপত্রে আগামী ৩০ নভেম্বরের মধ্যে পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের আলটিমেটাম দেওয়া হয়। এর মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচারের দাবি জানানো হয় এবং পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়।