শরীয়তপুরে কৃষককে কুপিয়ে হত্যা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/28/photo-1435488101.jpg)
শরীয়তপুর সদর উপজেলার দরিচর দাদপুর গ্রামে ইছহাক ফকির (৫৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। কৃষিজমিতে কাজ করার সময় আজ রোববার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
চাচাতো ভাই রহমান ফকিরের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে নিহতের পরিবার অভিযোগ করেছে।
সদর থানা সূত্র জানায়, সদর উপজেলার দরিচর দাদপুর গ্রামে ইছহাক ফকিরের সঙ্গে তাঁর চাচাতো ভাই রহমান ফকির ও তাঁর ভাইদের জমি নিয়ে বিরোধ চলছে। আজ রোববার সকাল ৮টার দিকে ইছহাক ফকির তাঁর কৃষিজমিতে কাজ করতে থাকেন। এ সময় তাঁর চাচাতো ভাই রহমান ফকির, আজিজুল ফকির ও তৈয়ব আলী ফকির ১০-১২ জন লোক নিয়ে হামলা চালান। তাঁরা ইছহাককে কুপিয়ে ও পিটিয়ে ফসলি জমিতে ফেলে রেখে যান। গ্রামবাসী তাঁকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ইছহাককে মৃত ঘোষণা করেন।
নিহত ইছহাকের স্ত্রী খাদিজা বেগম বলেন, ‘রহমান ফকির ও তার ভাইয়েরা আমাদের জমি জোরপূর্বক দখল করতে চেয়েছিল। আমার স্বামীর জন্য তা পারছিল না। এ কারণে তারা তাকে হত্যা করেছে।’
শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘জমি নিয়ে বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ পেয়েছি চাচাতো ভাইয়েরা এ ঘটনা ঘটিয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’