কিশোরগঞ্জে তৃতীয় দিনের মতো চলছে বাস ধর্মঘট
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/29/photo-1435568188.jpg)
কিশোরগঞ্জে টানা তৃতীয় দিনের মতো বাস ধর্মঘট অব্যাহত রয়েছে। এর ফলে জেলা সদরের গাইটাল ও বত্রিশ আন্তজেলা বাসস্ট্যান্ড থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহসহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
এদিকে ধর্মঘট অব্যাহত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
অবিলম্বে মোটরযান শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু করে শ্রমিকদের একটি অংশ। পরে ওই দিন রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন অনুষ্ঠানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করে তারা।
এদিকে ধর্মঘটের ডাক দেওয়া শ্রমিক নেতাদের গ্রেপ্তারসহ বিচারের দাবিতে জেলা সড়ক পরিবহন মালিক সমিতি গতকাল রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করে।
সমিতির বর্তমান তত্ত্বাবধায়ক মানিক রঞ্জন দে বলেন, শ্রমিকদের একটি অংশ অন্যায়ভাবে শনিবার বাস চলাচল বন্ধ রেখেছে। এর সঙ্গে জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।
শ্রমিক নেতাদের গ্রেপ্তার প্রসঙ্গে কিশোরগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, আগামী ১১ জুলাই নির্বাচনের তারিখ নির্ধারণ করে মোটরযান শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তফছিল ঘোষণা করা হয়েছে।