নূর হোসেনের ওয়ার্ডে উপনির্বাচন ২ আগস্ট
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর সাধারণ ওয়ার্ডের (সিদ্ধিরগঞ্জ) শূন্য পদে আগামী ২ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ সোমবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মূল হোতা নূর হোসেন এই ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে খুনের ঘটনার পর ২০১৪ সালে ২৭ এপ্রিল নূর হোসেন ভারতে পালিয়ে যান। তিনি ওই হত্যাকাণ্ডের ঘটনায় ফতুল্লা থানার দায়ের করা দুটি মামলায় চার্জশিটভুক্ত পলাতক আসামি। নূর হোসেন এখন ভারতের কারাগারে বন্দী রয়েছেন।
নূর হোসেন দীর্ঘদিন অনুপস্থিত থাকায় এখন থেকে এক মাস আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় এই ওয়ার্ডের কাউন্সিলর পদটি শূন্য ঘোষণা করে। এর আগে গত বছরই ২ নম্বর ওয়ার্ডের শূন্য পদে নির্বাচনে নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি নির্বাচিত হন।
জেলা নির্বাচন অফিসার মো. তারিফুজ্জামান জানান, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনের জন্য আগামী ৫ জুলাই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ধার্য করা হয়েছে। ৬ জুলাই বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জুলাই।