খাগড়াছড়ি পৌরসভায় ৯৮ কোটি টাকার বাজেট ঘোষণা
নতুন করে কোনো ধরনের করারোপ ছাড়াই ২০১৫-২০১৬ অর্থবছরে খাগড়াছড়ি পৌরসভার ৯৮ কোটি আট লাখ দুই হাজার ৫২৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সরকারি মঞ্জুরি ও প্রকল্প সহায়তাকেই বাজেটের মূল আয় এবং অবকাঠামো খাতে সর্ব্বোচ ব্যয় দেখানো হয়েছে।
সোমবার সন্ধ্যায় খাগড়াছড়ি টাউন হল মিলনায়তনে টিআইবি ও সনাকের উদ্যোগে আয়োজিত উন্মুক্ত বাজেট ঘোষণা ও জনতার মুখোমুখি অনুষ্ঠানে এ বাজেট পেশ করেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় সাত কোটি ৮৩ লাখ ৯৩ হাজার ৪২২ টাকা, মূলধন আয় ৩৯ লাখ টাকা এবং সরকারি ও প্রকল্প অনুদান ৮৯ কোটি ৭০ লাখ টাকা দেখানো হয়েছে।
বাজেটে উন্নয়ন ও প্রকল্প খাতে ৮৯ কোটি ৬৮ লাখ ৯২ হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে। এ ছাড়া বেতন ও অন্যান্য খাতে তিন কোটি ৯৭ লাখ টাকা, যানবাহন খাতে ৩৬ লাখ টাকা, টেলিফোন খাতে ৭০ হাজার টাকা, বিদ্যুৎ খাতে ৩৩ লাখ ২০ হাজার, অন্যান্য ব্যয় তিন লাখ টাকা, সংস্থাপন বাবদ বিবিধ ২৯ লাখ ৪৫ হাজার টাকা, শিক্ষা খাতে ৩১ লাখ টাকা, কর বাবদ খরচ এক লাখ ২৭ হাজার টাকা, বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ তিন লাখ টাকা, বিভিন্ন দিবস পালনে ৪৫ লাখ টাকা, পয়ঃপ্রণালি খাতে ৪৬ লাখ ৬০ হাজার টাকা, অন্যান্য খাতে এক কোটি ২৯ লাখ ১৫ হাজার টাকা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ খাতে ২০ লাখ টাকা, পানি ব্যয় খাতে ৯ লাখ ৬২ হাজার টাকা ও মূলধন ব্যয় ৩৫ লাখ টাকা ধরা হয়েছে।
বাজেট ও জনতার মুখোমুখি অনুষ্ঠানে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রশ্নের জবাব দেন মেয়র রফিকুল আলম।
বাজেট অনুষ্ঠানে বক্তব্য দেন এনএসআইয়ের যুগ্ম পরিচালক মো. আজিজুল হক, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী, সনাক সদস্য ও স্থানীয় সরকার কমিটির আহ্বায়ক অধ্যাপক মধুমঙ্গল চাকমা, সমাজসেবক ও রাজনীতিবিদ নূরন্নবী চৌধুরী ও এস এম শফি।
অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আবদুস সালাম, পৌরসভার কাউন্সিলর, সনাক সদস্য, ইয়েস সদস্য, টিআইবি কর্মকর্তা, টিএলসিসির সদস্য, সাংবাদিক ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।