গরুর গাছ খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮
ঝিনাইদহ সদর উপজেলায় গরুর গাছ খাওয়া নিয়ে সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার মগরখালী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পাঁচজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
এ বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন, মগরখালী গ্রামের শাহাদত জোয়ারদারের গরু বাড়ির পাশের রাস্তা অতিক্রম করে প্রতিবেশী করিম বিশ্বাসের বাড়ির গাছ খেয়ে ফেলে। এতে উভয় প্রতিবেশীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
হরেন্দ্রনাথ আরো জানান, এ ঘটনায় নারীসহ অন্তত আটজন আহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে ।