ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক জটমুক্ত রাখতে ৫০০ পুলিশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/01/photo-1435750415.jpg)
ঈদকে সামনে রেখে আজ বুধবার চট্টগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতা এবং সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হয়। ছবি : এনটিভি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম অংশ যানজটমুক্ত রাখতে ২০ রমজান থেকে ৫০০ পুলিশ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে ঈদকে কেন্দ্র করে মহাসড়কে কারো চাঁদাবাজি করার সুযোগ নেই বলে জানিয়েছেন পুলিশ সুপার এ কে এম হাফিজ আকতার।
ঈদকে সামনে রেখে আজ বুধবার চট্টগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়ে। সভায় বক্তব্য দেন পুলিশ সুপার এ কে এম হাফিজ আকতার, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, মো. শহীদুল্লাহ, অতিরিক্ত পুলিশ কমিশনার ইঞ্জিনিয়ার মো. হাসান। সভায় পরিবহন মালিক ও শ্রমিক নেতা এবং সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় ঈদের আগে মহাসড়কের খানাখন্দ ভরাটের জন্য সড়ক ও জনপথ বিভাগকে তাগাদা দেওয়া হয়। এ সময় মহাসড়কে ট্রাফিক আইন ভঙ্গের কারণ ছাড়া অন্য বিষয়ে যানবাহনের কাগজপত্র পরীক্ষা বন্ধ রাখার কথা বলা হয়।