ঝিনাইদহে নব্য জেএমবির ৫ সদস্য গ্রেপ্তার : র্যাব
ঝিনাইদহে নব্য জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সারোয়ার-তামিম গ্রুপের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শুক্রবার ভোর ৫টার দিকে জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মনির আহমেদ এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের আবদুল লতিফ, মাছপাড়ার শাহীনুর জামান ওরফে শাহিন, সদর উপজেলার পোড়াহাটি মসজিদপাড়ার মো. সাহেব আলী, মো. আল আমিন ইসলাম, জেলা শহরের পাগলাকানাই এলাকার কাওসার ওরফে লাল্টু। তাঁদের মধ্যে আবদুল লতিফ নিহত জঙ্গি নওমুসলিম আবদুল্লাহর শ্বশুর বলে জানা গেছে।
মেজর মনির আহমেদ দাবি করেন, গ্রেপ্তার ব্যক্তিরা নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সদস্য। তাঁদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
র্যাব কর্মকর্তা আরো জানান, সাম্প্রতিক সময়ে ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রাম থেকে গ্রেপ্তার করা দুই নব্য জেএমবির সদস্য প্রান্ত ও সেলিমের দেওয়া তথ্যের ভিত্তিতে বিস্ফোরক ও বোমা উদ্ধার করা হয়। এর সূত্র ধরেই গ্রেপ্তার করা হয় তাঁদের। ওই এলাকায় নব্য জেএমবির আরো সদস্য রয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান।
গ্রেপ্তার ব্যক্তিদের দুপুরে ঝিনাইদহ মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।