এসআই জাহিদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
রাজধানীর মিরপুর থানায় পুলিশ হেফাজতে ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজন হত্যা মামলায় পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান জাহিদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।
আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লার আদালতে এ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু এ দিন আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৬ আগস্ট পরবর্তী দিন নির্ধারণ করেন।
মামলাটির অপর চার আসামি হলেন মিরপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজ কুমার, কনস্টেবল আসাদ, রাশেদুল ও মিথুন।
প্রসঙ্গত, গত বছরের ১৩ জুলাই হাজারীবাগ থানার পশ্চিম জাফরাবাদের বাসায় অভিযান চালিয়ে ব্যবসায়ী সুজনকে আটক করে মিরপুর থানায় নিয়ে আসেন এসআই জাহিদ। এরপর রাত সোয়া ১২টা থেকে ভোররাত পর্যন্ত বিভিন্ন স্থানে নিজেদের হেফাজতে রেখে তাঁকে নির্যাতন করেন। ফলে আটক মাহবুবুর রহমান সুজনের মৃত্যু হয়। পরে গত বছরের ২০ জুলাই ঢাকার মহানগর দায়রা জজ আদালতে নিহতের স্ত্রী মমতাজ সুলতানা মিরপুর থানার ওসি সালাহউদ্দিন খানসহ ১০ জনকে আসামি করে ‘নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন ২০১৩’-এর ১৫ ধারায় একটি মামলা করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেন। দীর্ঘ তদন্ত শেষে ম্যাজিস্ট্রেট এস এম আশিকুর রহমান গত বছরের ৬ নভেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে ১০ জন আসামির মধ্যে ওসি সালাহ উদ্দিনসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের অব্যাহতি এবং মিরপুর থানার এসআই জাহিদুর রহমান জাহিদসহ অপর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে মর্মে উল্লেখ করা হয়।
অন্যদিকে ঘটনার দিনই মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম খান বাদী হয়ে ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা করেন।