ভুয়া তিন দুদক কর্মকর্তা রিমান্ডে
রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয় থেকে গ্রেপ্তার তিন ভুয়া দুদক কর্মকর্তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার ( ৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা রিমান্ডে নেওয়ার আদেশ দেন। এদিন রাজধানীর পল্টন থানার পরিদর্শক (তদন্ত) আসামিদের রিমান্ডে নিয়ে সাত দিন জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন চেয়ে আবেদন করেন ।
আসামিরা হলেন- কথিত ‘দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থার’ নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম সম্রাট, সংস্থাটির পরিচালক (অপারেশন) মো. রায়হান ওরফে সৈয়দ রায়হান ও পটুয়াখালীর সোলাইমান মুফতি।
আবেদনে বলা হয়, আসামিরা ছদ্মবেশে নিজেদের দুদক কর্মকর্তা পরিচয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে 'দুর্নীতিবিরোধী' অভিযান পরিচালনা, জরিমানা ধার্য ও আদায়ের নামে ‘চাঁদাবাজি’ করে আসছিলেন। এই চক্রের অন্যান্য সদস্যদের তথ্য জানতে আসামিদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
মামলার নথি থেকে জানা গেছে, রাজধানীর পল্টন থানায় প্রতারণার অভিযোগে দুদকের সহকারি পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে ১৪ জনকে আসামি করে মামলা করেন। মামলায় পটুয়াখালীর সোলাইমান মুফতি, সিয়াম মাহমুদ মোবারক, হবিগঞ্জের রনি আহেমদ পায়েলসহ অজ্ঞাত পরিচয়ে আরও আটজনকে আসামি করা হয়েছে। এরা সবাই প্রতারক চক্রের সদস্য বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।