ঝিনাইদহে আগ্নেয়াস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তারের দাবি
ঝিনাইদহ সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় চার ডাকাতকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার মিয়াকুণ্ডু গ্রামের কাটাখালী ব্রিজের কাছ থেকে ওই ব্যক্তিদের আটক করা হয়।
ওই ব্যক্তিরা হলো ঝিনাইদহ সদর উপজেলার দক্ষিণ শিকারপুর গ্রামের পল্লী চিকিৎসক তিব্বত ও কুমোদ সরকার, কালীগঞ্জের নাটোপাড়ার শুকানুর খান এবং মাগুরার শালিখা উপজেলার ঠকপাড়ার বিকাশ বিশ্বাস। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর মনির আহমেদ জানান, একদল ডাকাত সদর উপজেলার মিয়াকুণ্ডু গ্রামের কাটাখালী ব্রিজসংলগ্ন কাদের জোয়ার্দ্দারের মেহগনি বাগানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালান।
মেজর মনির আহমেদের ভাষ্য, আটক ব্যক্তিদের থেকে একটি একনলা বন্দুক, একটি দোনলা বন্দুক, একটি থ্রি-নট-থ্রি রাইফেল, আটটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে ঝিনাইদহ ও মাগুরা জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিলেন।