বরকত উল্যাহ বুলুর মুক্তির দাবিতে নোয়াখালীতে বিএনপির সমাবেশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/06/10/photo-1497092491.jpg)
নোয়াখালীর চৌমুহনী গণমিলনায়তনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী বরকত উল্যাহ বুলুর মুক্তির দাবিতে সমাবেশ করেছে জেলা বিএনপি।
আজ শনিবার সকালে বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবদুর রহিমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, বিশেষ অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান। এতে আরো বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক বাবু কামাক্ষ্যা চন্দ্র দাস, চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, সাধারণ সম্পাদক মো. মহসিন, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ছাড়াও অঙ্গসংগঠনের নেতারা। তারা বরকত উল্যাহ বুলুর বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবি জানান।