ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়নে ১০ বছর লাগবে : মন্ত্রী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/06/22/photo-1498139355.jpg)
ভূমি ব্যবস্থাপনার ডিজিটালাইজেশনসহ পুরোপুরি আধুনিকায়ন সম্পন্ন করতে ১০ বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। তবে নামজারি, খারিজ ও দলিল সংরক্ষণ প্রক্রিয়ার আধুনিকায়ন পাঁচ বছরের মধ্যে সম্পন্ন হবে বলে জানান তিনি।
আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা জানান।
শামসুর রহমান আরো জানান, ষাটের দশকের শুরুর দিকে সরকারের অধিগ্রহণ করা দুই হাজার ৮০০ একর জমির মধ্যে ঢাকার বাড্ডা, উলন, জোয়ারসাহারা, ভোলা ও সুতিভোলা মৌজার এক হাজার ৩২৫ একর জমি ব্যবহৃত না হওয়ায় তা মূল মালিকের কাছে ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গেজেট নোটিফিকেশন জারির পর এসব জমি ফিরিয়ে দেওয়া হবে। প্রশ্নের জবাবে তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনার বিদ্যমান দুর্নীতি এর আধুনিকায়নের মাধ্যমে দূর করা সম্ভব হবে। ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন বেশ সময়সাপেক্ষ বলেও মন্তব্য করেন তিনি।