দেশে জঙ্গিদের ঠাঁই নেই : ভূমিমন্ত্রী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/30/photo-1469819851.jpg)
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। পুরোনো ছবি
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, স্বাধীনতাবিরোধী জঙ্গি-সন্ত্রাসীদের এ দেশে ঠাঁই হবে না। এ দেশের মাটি থেকে এদের উৎখাত করা হবে।
শুক্রবার পাবনার ঈশ্বরদীর মুলাডুলিতে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী পথসভায় ভূমিমন্ত্রী এ কথা বলেন।
শামসুর রহমান শরীফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং এতে মদদদাতাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রধানমন্ত্রী জনগণের জানমালের নিরাপত্তায় জঙ্গি নির্মূলে সর্বোচ্চ কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য জঙ্গিদের নির্মূল করতে গিয়ে যাঁরা নিহত হয়েছেন তাঁদের সবার আত্মার মাগফিরাত কামনা করেন মন্ত্রী।