বিএনপি এবার নির্বাচনে যাবে : রুহুল চৌধুরী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/06/22/photo-1498145668.jpg)
বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী বলেছেন, বিএনপি এবার নির্বাচনে যাবে। তাই দলটির অঙ্গসংগঠনগুলোকে যোগ্য মানুষ দিয়ে ঢেলে সাজানো হচ্ছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট মহানগর বিএনপির আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন রুহুল চৌধুরী।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ‘ভিশন-২০৩০’ ঘোষণার পর থেকে আওয়ামী লীগ সরকারের পায়ের তলার মাটি সরে গেছে। তাই তারা এখন বিভিন্নভাবে কথা বলছে। তিনি বলেন, সারা দেশে বিএনপির মাত্র সাতটি জেলা ও মহানগর কমিটি নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে। এর মধ্যে সিলেট জেলা ও মহানগর রয়েছে। এতে কেন্দ্রীয় কমিটি গর্বিত।
সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর বিএনপির সহসভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুর।