চট্টগ্রামে বস্তিতে আগুন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/06/photo-1436178811.jpg)
চট্টগ্রামের মাঝিরঘাট এলাকার বস্তিতে আজ সোমবার আগুনে পুড়ে গেছে ঘর। একমাত্র সম্বল হারিয়ে নিঃস্ব এক নারী। ছবি : ফোকাস বাংলা
চট্টগ্রামের মাঝিরঘাট এলাকায় বস্তিতে আগুনে পুড়ে গেছে ৩০টি কাঁচাঘর। আজ সোমবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সকাল ১০টায় বস্তিতে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও নন্দনকানন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়। এরপর আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে ৩০টি ঘর ভস্মীভূত হয়ে যায়। চুলার আগুন থেকে দুর্ঘটনার সূত্রপাত বলে জানান স্থানীয় লোকজন।
এদিকে আগুনে সর্বস্ব হারানোর পর কান্নায় ভেঙে পড়েন নিম্ন-আয়ের লোকজন। আগুন নেভার পর তারা নিজ ঘরে ছুটে যান। কোনো মালামাল অক্ষত আছে কি না তা আগুনের স্তূপ থেকে উদ্ধারের চেষ্টা করেন।