ভাষাসৈনিক গাজীউল হকের ৮৬তম জন্মদিন আজ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/13/photo-1423774644.jpg)
প্রয়াত আইনজীবী, ভাষাসৈনিক, আ ন ম গাজীউল হকের ৮৬তম জন্মদিন আজ।
এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় তাঁর জন্মবার্ষিকী পালিত হবে। পারিবারিক উদ্যোগে আজ শুক্রবার সকালে তাঁর রামপুরা হাজীপাড়াস্থ বাসভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বগুড়ায় গাজীউল হকের স্মরণে বিভিন্ন সংগঠন নানামুখী কর্মসূচির আয়োজন করেছে।
আ ন ম গাজীউল হক তৎকালীন নোয়াখালী জেলার বর্তমান ফেনী জেলার ছাগলনাইয়ার নিশ্চিন্তা গ্রামে ১৯২৯ সালের ১৩ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। ছাত্র জীবন থেকেই তিনি ছিলেন দেশপ্রেমিক।
দেশমাতৃকার জন্য বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রাম করেছেন। ভাষা আন্দোলনের পাশাপাশি স্বাধীনতা সংগ্রামে তার অবদান অনস্বীকার্য।
১৯৫২-এর ভাষা আন্দোলনে গাজীউল হক নেতৃত্ব দেন। ওই বছর ৪ মার্চে ছাত্র সভায় তিনি সভাপতিত্ব করেন। ’৫২-এর ২১ ফেব্রুয়ারিতে আমতলায় ঐতিহাসিক সভায় তিনি সভাপতিত্ব করেন এবং ১৪৪ ধারা ভঙ্গের ঘোষণার সিদ্ধান্ত দেন।