কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন

কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
ক্ষতিগ্রস্ত জনসাধারণের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, এবারের বন্যায় কক্সবাজার সদর উপজেলা ও রামুর বিভিন্ন ইউনিয়ন এবং কক্সবাজার পৌরসভায় বেড়িবাঁধের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে। আবার বেশ কিছু অংশে বেড়িবাঁধ একেবারেই বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ শিগগিরই সংস্কার করা না হলে সদর ও রামু উপজেলার উপকূলীয় তিন লাখ মানুষ মানবেতর জীবনযাপন করবে। এ ছাড়া এসব এলাকা সামুদ্রিক জোয়ার-ভাটায় পরিণত হবে।
মানববন্ধনে বক্তব্য দেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম রহিমুল্লাহ, পিএমখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল্লাহ, খুরুশকুল ইউপি চেয়ারম্যান মাস্টার আবদুর রহিম, চৌফলদণ্ডী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম। মানববন্ধনে বন্যাদুর্গতরা ছাড়াও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।