আদেশের আগেই কিশোরগঞ্জের মোসলেম গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/07/photo-1436272240.jpg)
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কিশোরগঞ্জের নিকলি উপজেলার সৈয়দ মো. হুসাইন ও মোহাম্মদ মোসলেম প্রধানকে গ্রেপ্তার করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় প্রসিকিউটরের আবেদন গ্রহণ করে আজ মঙ্গলবার ট্রাইব্যুনাল ২-এর বিচারপতি ওবায়দুল হাসানের নেত্বত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি শাহিনুর ইসলাম।
তবে এই আদেশের আগেই গতকাল সোমবার রাত ১১টার দিকে কিশোরগঞ্জের নিকলী থানার পুলিশ উপজেলার সদর ইউনিয়নের কামারহাটি গ্রামের নিজ বাড়ি থেকে মোসলেমকে আটক করে।
এই তথ্য জানিয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, আটকের পর নিরাপত্তার স্বার্থে তাঁকে কিশোরগঞ্জ জেলা সদরে মডেল থানা হাজতে রাখা হয়। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে হস্তান্তরের জন্য আজ বিকেলে কড়া পুলিশ পাহারায় মোসলেমকে ঢাকায় পাঠানো হয়।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ এনটিভি অনলাইনকে বলেন, ‘নিকলির রাজাকার কমান্ডার সৈয়দ মো. হুসাইন (৬৬) ও তাঁর সহযোগী মো. মোসলেম প্রধানের (৬৪) বিরুদ্ধে তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে তাঁদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও অপহরণসহ ছয়টি মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। তদন্ত এখনো চলছে। আসামি ও তাঁদের লোকজন তদন্ত কাজে বাধা ও সাক্ষীদের ভয়-ভীতি দেখাচ্ছেন। এ কারণে তদন্তের স্বার্থে তাঁদের গ্রেপ্তারের আবেদন করেছি। আদালত তা গ্রহণ করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের দুজনকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, সৈয়দ মো. হুসাইন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কিশোরগঞ্জের তাড়াইল থানার রাজাকার কমান্ডার পলাতক সৈয়দ মো. হাসান আলী ওরফে হাছেন আলীর ছোট ভাই। হুসাইন একাত্তরে মুক্তিযুদ্ধের সময় নিকলি থানার রাজাকার কমান্ডার ছিলেন। হুসাইনের বড় ভাই হাসান আলীকে গত ৯ জুন ফাঁসি অথবা ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল-১। তাঁর বিরুদ্ধে আনা ছয়টি মানবতাবিরোধী অভিযোগের মধ্যে পাঁচটিই প্রমাণিত হওয়ায় তাঁকে সর্বোচ্চ এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে। তবে তিনি পলাতক রয়েছেন।