বাজিতপুরে সাংবাদিক পেটাল যুবলীগ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/08/photo-1436317632.jpg)
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক নাসরুল আনোয়ারের ওপর হামলা করেছে যুবলীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার উত্তর সরারচর গ্রামে এ ঘটনা ঘটে। আহত নাসরুলকে বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত নাসরুল জানিয়েছেন, হামলার পর মোবাইল ফোন, সাত হাজার টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায় যুবলীগের কর্মীরা।
নাসরুল এনটিভি অনলাইনকে বলেন, ‘উত্তর সরারচর গ্রামের কৃষক বাদশা মিয়ার জমি থেকে তাঁর রোপণ করা প্রায় ১০ লাখ টাকা মূল্যমানের গাছ কেটে নিয়ে যায় স্থানীয় ছয় নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি সাইদুর রহমান সেন্টু মেম্বারের কর্মীরা। এ ঘটনায় বাজিতপুর থানায় মামলা করেন বাদশা মিয়া। বিষয়টি জানতে ওই এলাকায় গেলে একই ওয়ার্ডের যুবলীগের সভাপতি মস্তো মিয়া ও সাইফুল নামের এক ব্যক্তি অন্য কর্মীদের নিয়ে আমার ওপর হামলা করে।’ দেশীয় অস্ত্র নিয়ে করা হামলায় মারাত্মক আহত হন নাসরুল। পরে স্থানীয় কয়েকজন বাসিন্দা নাসরুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
নাসরুল আরো জানান, হামলাকারীরা এলাকায় ভূমিদস্যু হিসেবেও পরিচিত। এর আগে তাঁদের এ অবৈধ কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময়ে প্রতিবেদন করায় হামলাকারীরা তাঁর ওপর ক্ষিপ্ত ছিল। এসব কারণে ২০১৪ সালের ৩ আগস্ট নাসরুলের বাজিতপুরের বাসায় হামলা চালায় সন্ত্রাসীরা। ওই সময়েও হামলায় গুরুতর আহত হন নাসরুল।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সাহা জানান, হামলার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।
নাসরুলের মোটরসাইকেলনহ অন্য যেসব জিনিস হারিয়ে গিয়েছিল, সেগুলো উদ্ধার করে স্থানীয় চেয়ারম্যানের কাছে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা। পরে স্থানীয় চেয়ারম্যান তা পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে আহত নাসরুল মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।