নাট্যোৎসবে যোগ দিতে ভারতে যাচ্ছে পঞ্চগড়ের বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার
আন্তর্জাতিক নাট্যোৎসব ‘তাজরং মহোৎসব’-এ অংশ নিতে ভারতের দিল্লিতে যাচ্ছে পঞ্চগড়ের ‘বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার’ নামে একটি সংগঠনের সদস্যরা।
আগ্রার নটরঞ্জলি থিয়েটার আর্টস চার দিনব্যাপী এ উৎসবের আয়োজন করছে। আগ্রার সুরসন্দন অডিটরিয়ামে অনুষ্ঠিত এই উৎসবে পঞ্চগড়ের বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার ‘কবি’ নাটকটি মঞ্চায়ন করবে।
পঞ্চগড় শিশু-কিশোর থিয়েটারের প্রতিষ্ঠাতা আবদুর রহিম জানান, ৬ থেকে ৯ জুলাই পর্যন্ত এ উৎসবে ভারত ও বাংলাদেশের প্রায় ৩০টি নৃত্যনাট্য, গীতিনাট্য, লোকনাট্য এবং মঞ্চনাট্য দল অংশগ্রহণ করবে। বাংলাদেশ থেকে শুধু পঞ্চগড়ের বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।
আবদুর রহিম জানান, ‘কবি’ নাটকটির রচনা ও নির্দেশনায় তিনি নিজেই রয়েছেন। কোরিওগ্রাফধর্মী কবি নাটকটিতে উঠে আসবে বাংলাদেশের ভাষা আন্দোলন, ’৭১-এর মুক্তিযুদ্ধ, বাংলাদেশ-ভারতের ছিটমহল বিনিময় এবং যুদ্ধাপরাধীদের বিচারে বাংলাদেশ সরকারের সাহসী পদক্ষেপ।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুর রহিম আরো জানান, নাটকটি মঞ্চায়নের জন্য তাঁর নেতৃত্বে আজ মঙ্গলবার সকালে ১২ সদস্যের নাট্যদলটি দিল্লির উদ্দেশে পঞ্চগড় ত্যাগ করবে। তাঁরা দুপুরের পরেই তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দিল্লি যাবেন। তিনি বলেন, সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া দেশে-বিদেশে নাট্য উৎসবে শিশুদের নিয়ে অংশগ্রহণ করা খুবই কঠিন। আর্থিক অসচ্ছলতার জন্য শিশুদের ও তাদের অভিভাবকদের অনেক সময়ই কষ্ট করতে হয়।
নাটকটিতে অভিনয় করবে পঞ্চগড় বিপি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মাহবুব হাসান জাবিদ, নবম শ্রেণির আল খালিদ বিন ওয়ালিদ দিপু ও পূরণ, সপ্তম শ্রেণির নিয়াজ আল শাহরিয়ার নির্ভীক ও বাপ্পী হাসান, পঞ্চগড় পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ইয়াকুব ইসলাম, পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ইয়াছিন আলী, জগদল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র তরুণ ইসলাম, পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রিজওয়ান চৌধুরী প্রিন্স, একাদশ শ্রেণির ছাত্র শোয়েব রেজা ও ঢাকা রাজউক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র মো. নাজমুস সাকিব।
২০০৪ সালে প্রতিষ্ঠিত পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার এ পর্যন্ত ১৮টি শিশুতোষ নাটক জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে পরিবেশন করেছে।
২০১২ সালে ভারতের বারানসিতে প্রথম আন্তর্জাতিক নাট্য উৎসবে অংশ নেয় এই শিশু নাট্যদল। আবদুর রহিম রচিত ও নির্দেশিত ‘চুক্তির মুক্তি’ বাংলাদেশ-ভারত সীমান্ত জটিলতা ও সাবেক ছিটমহলবাসীর দুঃখ-দুর্দশা নিয়ে নাটকটি মঞ্চায়ন করা হয়। এ ছাড়া মানবতার মহাকবি হাসিনা-নরেন্দ্র মোদি নামে একটি নাটকও মঞ্চায়ন করে। এর আগে নাট্যদলটি ছয়বার ভারতের বিভিন্ন এলাকায় নাট্য মঞ্চায়ন করেছে। সপ্তমবারের মতো আন্তর্জাতিক নাট্য উৎসবে যোগ দিচ্ছে।