সামি হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/07/05/photo-1499248561.jpg)
নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তায় সরকারি কারিগরি স্কুলের মেধাবী ছাত্র মো. আল ইমরান সামি হত্যার বিচারের দাবিতে অবরোধ ও বিক্ষোভ করেছে স্কুলের ছাত্রছাত্রীরা। সামি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চৌমুহনী চৌরাস্তা সড়কে শিক্ষার্থীরা এ অবরোধ করে।
এ সময় বিক্ষুব্ধরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে অবিলম্বে গাড়িচালককে গ্রেপ্তার ও বিচার করা, স্কুলের সামনে রাস্তায় স্পিডব্রেকার নির্মাণ, স্কুলের সামনের অবৈধ দখলদারদের উচ্ছেদ করার জন্য দাবি জানায়। অবরোধ চলাকালে রাস্তার দুপাশে শত শত গাড়ি আটকা পড়ে।
পরে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বেগমগঞ্জ থানা পুলিশ এসে দাবি-দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা অবরোধ তুলে নেয়।
গত ৩ জুলাই সকাল ১০টায় স্কুলের সামনে উল্টোপথে এসে যাত্রীবাহী একটি হিউমান হলার চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনার পর পরই তাকে নোয়াখালী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। রাত ১০টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে হিউমান হলারটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।