ফখরুলের স্বাস্থ্য প্রতিবেদন রোববার দেওয়ার নির্দেশ
বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আগামী রোববার (১২ জুলাই) বিকেল ৩টার মধ্যে জমা দিতে বলেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে পরদিন (১৩ জুলাই) তাঁর জামিন স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি হবে বলেও জানিয়েছেন আদালত।
urgentPhoto
আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ নির্দেশ দেন। বেঞ্চের অপর তিন সদস্য হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।
রাগিব রউফ চৌধুরী এনটিভি অনলাইনকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের স্বাস্থ্য বিষয়ে আংশিক প্রতিবেদন দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। কিন্তু হৃদরোগ নিয়ে কোনো প্রতিবেদন জমা দেয়নি। আদালত এ বিষয়ে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন এবং স্বাস্থ্য পরীক্ষার পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।
গতকাল বুধবার বিএনপি নেতার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর আদেশ দেননি আদালত।
মামলার বিবরণে জানা যায়, নাশকতার অভিযোগে মির্জা ফখরুলের বিরুদ্ধে গত ৪ ও ৬ জানুয়ারি পল্টন থানায় তিনটি মামলা করা হয়। এসব মামলায় গত ২১ জুন হাইকোর্ট বেঞ্চ মির্জা ফখরুলকে জামিন দেন।
এর পর ২৬ জুন হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন। ওই দিন চেম্বার আদালত কোনো স্থগিতাদেশ না দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।