শিশুকে বলাৎকার, হাসপাতাল থেকে ইমাম গ্রেপ্তার
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় দারুল আমান ইউনিয়নে আট বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে ওই গ্রামের মসজিদের ইমাম আরিফ সরদারের (২৬) বিরুদ্ধে। আরিফ সরদারকে পিটুনি দিয়েছে গ্রামের লোকজন। পরে হাসপাতাল থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
শিশুটির মা আজ শনিবার আরিফের বিরুদ্ধে ডামুড্যা থানায় একটি মামলা করেছেন। আরিফের বাড়ি গোসাইরহাট উপজেলার বাসুদেবচাপ গ্রামে।
ডামুড্যা থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ সরদার দারুল আমান ইউনিয়নের একটি মসজিদের ইমামতি করতেন। গতকাল শুক্রবার বিকেলে তিনি আট বছর বয়সী এক ছেলেকে মসজিদের হুজুরাখানায় ডেকে নিয়ে যান। পরে তাকে বলৎকার করেন। এরপর শিশুটি বাসায় ফিরে যায়। রাতে ব্যথায় চিৎকার করলে শিশুটির মা কারণ জানতে চান। তখন শিশুটি বিকেলের ঘটনা জানায়। শিশুটির মা আজ সকালে বাড়ির লোকজনকে জানালে এলাকাবাসী গিয়ে ইমামকে মারধর করে। ইমাম মসজিদ থেকে পালিয়ে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যান। পুলিশ সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে।
ঘটনার শিকার শিশুর মা বলেন, ‘আমি দিন আনি দিন খাই। ইমাম যে এ রকম কাজ করছে কাউকে বলতে আমি লজ্জা পাচ্ছি। আমি এর বিচার চাই।’
ডামুড্যা থানার উপপরিদর্শক (এসআই) মো. খবির উদ্দিন বলেন, ‘বলাৎকারের ঘটনায় ছেলেটির মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। আমরা আসামিকে গ্রেপ্তার করে শরীয়তপুর জেলহাজতে পাঠিয়েছি।’