একদিনে দুটি পরীক্ষা নেওয়া হবে না : শিক্ষামন্ত্রী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/13/photo-1423825749.jpg)
টানা অবরোধের মধ্যে পরীক্ষা শেষ করার জন্য একদিনে দুই পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বরং এ পরিস্থিতিতে পরীক্ষার্থীদের হাসিখুশি রেখে সাহস দেওয়ার জন্য অভিভাবকদের আহ্বান জানিয়েছেন তিনি।
আজ শুক্রবার মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজে অনুষ্ঠিত এসএসসির পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন শিক্ষামন্ত্রী। আজ সারা দেশে এসএসসি ও সমমানের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতালের কারণে গত ৮ ফেব্রুয়ারি এ পরীক্ষা স্থগিত করা হয়।
নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমি কোনো দলের পক্ষ থেকে আসিনি। হ্যাঁ, দল থেকে হয়তো হয়েছি। আমার কাছে এখন শিক্ষা পরিবার মানে আমাদের সব দলের ছেলেমেয়েরা এর মধ্যে আছে। এই ছেলেমেয়েদের কী দোষ, তারা তো কোনো পার্টি করে না। দয়া করে আপনারা বন্ধ করেন আপনাদের এ মানুষ হত্যা।’
২০-দলীয় জোটের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারা যদি পারেন মানুষ নিয়ে এসে রাস্তা দখল করে গণ-অভ্যুত্থান করে ক্ষমতা নিয়ে নেন। আমরা এখান থেকে কিছু বলছি না। এটা আপনাদের রাজনীতির ব্যাপার, ওখানে ফয়সালা করেন। আমাদের ছেলেমেয়েদের জীবন নষ্ট করবেন না।’ তিনি বলেন, ‘একদিনে দুই পেপার নেব না। ওটা চিন্তা করবেন না আপনারা।’
সারা দেশে ৬ ফেব্রুয়ারি শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় ১৫ লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছে।