লন্ডনভিত্তিক সহায়ক সরকার জনগণ মানবে না : কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণ লন্ডনভিত্তিক সহায়ক সরকার মেনে নেবে না।
আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলন ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সংবিধান অনুয়ায়ী আগামী নির্বাচন আওয়ামী লীগের অধীনেই হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
এর আগে সকালে সেতুমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের মাহবাজপুর নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
গত শনিবার ইংল্যান্ডের রাজধানী লন্ডন সফরে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ব্যক্তিগত কারণে এই সফর হলেও দলের নেতাকর্মীদের আগ্রহ ও দৃষ্টি এখন দলীয় প্রধানের এই সফরের দিকে। কেননা আগামী জাতীয় নির্বাচন, নির্বাচনকালীন সরকারব্যবস্থা এবং দলের সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে দলীয় চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে আলোচনায় আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।