তারেক রহমানের পিএস অপুর মায়ের দাফন সম্পন্ন
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সহকারী (পিএস) মিয়া নূর উদ্দিন অপু মৃধার মা আমেনা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার দুপুরে শরীয়তপুরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
গতকাল শুক্রবার রাত ৯টা ৫৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আমেনা বেগম ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
নিহতের পরিবারের সদস্যরা জানান, আমেনা বেগম তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর প্রথম জানাজা গুলশান আজাদ মসজিদে ও দ্বিতীয় জানাজা শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সেখানে জানাজা পড়ান কোদালপুর জামে মসজিদের পেশ ইমাম মো. আবুল কাশেম। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আমেনা বেগমকে দাফন করা হয়।
শরীয়তপুরের জানাজায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. নান্নু, সহবিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আফজাল হোসেন সবুজ, নির্বাহী কমিটির সদস্য মো. সামসুজ্জামান সুরুজ, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিন কালুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাহাদুর বেপারী, গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নাসির উদ্দিনসহ অসংখ্য মানুষ জানাজায় অংশ নেন।
আমেনা বেগমের মৃত্যুতে শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডা. এ এস কামাল উদ্দিন আহমেদ, শাহেদ পারভেজ আব্বাস মোল্লা, তারিক আজিজ মোবারক, মো. আক্তার হোসেন নান্টু, দেলোয়ার হোসেন শিকারী, আলাউদ্দিন পেয়াদা, তোতা কোতোয়াল, জিল্লুর রহমান দপ্তরী, মো. আরিফ মোল্লা, বিদ্যুৎ, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আরা উর্মি গভীর শোক প্রকাশ ও মরহুমার মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানান।