হিটস্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যুর দাবি পরিবারের
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসতিয়াক ওয়ারেছ তুর্য মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে তাঁর মৃত্যু হয়। তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুরে।
ইসতিয়াক ওয়ারেছ তুর্য সিরাজগঞ্জ জেলা বিএনপির পরিবেশবিষয়ক সম্পাদক ও কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনুর একমাত্র ছেলে।
আজ ২৪ এপ্রিল (বুধবার) দুপুরে সিরাজগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে পৌর এলাকার রহমতগঞ্জ কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে।
তীব্র তাপপ্রবাহে হিটস্ট্রোকে ইসতিয়াক ওয়ারেছ তুর্যর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।
জেলা বিএনপিনেতারা ফেসবুকে তাঁর মৃত্যুর বিষয়ে পোস্ট দিয়ে গভীর শোক প্রকাশ করেছেন। জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান প্রমুখ হিটস্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি করে গভীর শোক প্রকাশ করেছেন।
ইশতিয়াক ওয়ারেছ তূর্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০২তম ব্যাচের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বসুন্ধরা আবাসিক এলাকায় থাকতেন।