আখক্ষেতে পাওয়া গেল শিক্ষার্থীর গলাকাটা লাশ
শরীয়তপুর সদর উপজেলায় একটি আখক্ষেত থেকে ওসমান মাতবর (১২) নামের এক মাদ্রাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আংগারিয়া ইউনিয়নের নতুনহাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ওসমান দাদপুর নোমানিয়া মাদ্রাসায় পড়ালেখা করত। সে উত্তর ভাসানচর গ্রামের ইদ্রিস মাতবরের ছেলে।।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ওসমান গত রোববার বিকেল থেকে নিখোঁজ ছিল। নতুনহাট এলাকায় একটি আখক্ষেতের মধ্যে একটি শিশুর লাশ দেখে গ্রামবাসী থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ওসমানের পরিবারের সদস্যদের জানানো হলে তারা লাশ শনাক্ত করে।
নিহতের বড় ভাই তাজুল ইসলাম (২২) বলেন, ‘আমার ভাইকে কীভাবে খুন করা হয়েছে তা জানি না। তবে তাকে যারা খুন করেছে আমরা তাদের বিচার চাই্।’
এ বিষয়ে জানতে চাইলে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, ময়নাতদন্ত শেষে নিহতের বড় ভাই তাজুলের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত ও কেন শিশুটিকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ওসি আরো জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে আজ ওসমানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।