মাদকাসক্ত ছেলেকে আবার পুলিশে দিলেন বাবা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/07/25/photo-1501000548.jpg)
মাদকের ভয়াল নেশা থেকে ফেরাতে ব্যর্থ হয়ে অবশেষে নিজের ছেলেকে আবার পুলিশের হাতে তুলে দিলেন বাবা সিরাজুল ইসলাম। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়ে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জয়পুরহাটের সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার দমদমা পৌর এলাকার সিরাজুল ইসলাম তাঁর ছেলে মোস্তাকিমকে (২৪) পাঁচবিবি থানা পুলিশের হাতে সোপর্দ করেন। পরে পুলিশ মোস্তাকিমকে পাঁচবিবির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরউদ্দিন আল ফারুকের কাছে হাজির করে। ইউএনও তাৎক্ষণিক তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোস্তাকিমকে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মোস্তাকিমের বাবা সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, পাঁচ-ছয় বছর ধরে তাঁর ছেলে মোস্তাকিম বিভিন্ন মাদকের নেশায় আসক্ত হয়ে পড়ে। নেশার টাকা জোগাড় করতে গিয়ে সে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। ছেলেকে নেশা থেকে ফেরানোর জন্য তিনি নানাভাবে চেষ্টা ও বাধা দেওয়ার চেষ্টা করেও পারেননি। বাবা-মায়ের নিষেধ না শোনার কারণে এবং মারমুখী আচরণের কারণে বাধ্য হয়ে ২০১৬ সালে মোস্তাকিমকে প্রথমবারের মতো পুলিশে দিয়েছিলেন।
সিরাজুল বলেন, ‘কারাগারে শাস্তি ভোগ করে ফিরে কিছু দিন ভালো থাকলেও সে আবার আগের মতোই নেশাসক্ত হয়ে পড়ে এবং মারমুখী আচরণ শুরু করে। কিছুতেই তাকে মাদকের নেশা থেকে ফেরানো যাচ্ছিল না। তা ছাড়া সে এলাকার মুরব্বি কিংবা বাবা-মায়ের কথা শুনছিল না, বরং কিছু বলতে গেলে আক্রমণ করে বসে। এমন অবস্থায় বাধ্য হয়ে মোস্তাকিমকে আবার পুলিশের হাতে তুলে দিয়েছি।’