ধরা পড়ল ৪৫ কেজি ওজনের বাঘাইড় মাছ
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী কাশিমগঞ্জ এলাকার মহানন্দা নদীতে ৪৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে তেঁতুলিয়া উপজেলার দক্ষিণ কাশিমগঞ্জ গ্রামের তিন পাথর শ্রমিক জাল ফেলে এ মাছটি ধরেন। মাছটি দেখার জন্য কয়েকশ এলাকাবাসী ওই গ্রামে ভিড় করে।
জানা গেছে, গ্রামের মো. সাবুল, খেতাব আলী ও আবদুল মতিন পেশায় পাথর শ্রমিক। নদীতে পানি বেড়ে গেলে অথবা পানি কমে গেলে তাঁরা নদী থেকে পাথর উত্তোলন বন্ধ করে মাছ শিকার করেন। সীমান্তবর্তী মহানন্দা নদীতে পানি কমে যাওয়ায় তাঁরা বৃহস্পতিবার সকালে নদীতে মাছ ধরতে যান। দুপুরে মহানন্দা নদীতে জাল ফেলেন। দুপুরে তাঁদের জালে বড় মাছ লেগেছে বুঝতে পেরে সাবুল সহকর্মীদের জাল ধরতে দিয়ে পানির নিচে নামেন। পরে ওই দুই সহকর্মীকে নিয়ে ৪৫ কেজি ওজনের বাঘাইড় মাছটি উদ্ধার করে বাসায় নিয়ে আসেন।
মো. সাবুল বলেন, ‘আমি এর আগেও বড় বড় মাছ ধরেছি। বড় মাছ জালে লাগলে আমি টের পাই। আজকেও বড় মাছ লাগার বিষয়টি নিশ্চিত হয়ে পানির নিচে মাছটি ধরি। বড় মাছ ধরার আনন্দটাই আলাদা। গোটা এলাকায় খবর ছড়িয়ে পড়লে সবাই দেখতে আসে। বিষয়টি আমার খুব ভালো লাগে।’
সাবুল আরো জানান, মাছ ধরার পর পরই গ্রামের ২০ জন এক কেজি করে মাছ কিনে নেন। প্রতি কেজি মাছ ১২০০ টাকা দরে বিক্রি হয়। অবশিষ্ট মাছটি বিক্রি করতে তীরনইহাটে নিয়ে আসা হয়। বড় মাছ বিক্রির খবর পেয়ে তেঁতুলিয়ার বিভিন্ন এলাকার মানুষ ফোনে মাছ কেনার জন্য বুকিং দেন। বিকেলের মধ্যে মাছ বিক্রি শেষ হয়। পুরো মাছটি ৫৪ হাজার টাকায় বিক্রি হয়। মাছ বিক্রির ৫৪ হাজার টাকা তিন সহকর্মী সমান ১৮ হাজার টাকা করে ভাগ করে নিয়েছেন।
সীমান্তবর্তী মহানন্দা নদীটি ভারত থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশের সীমান্ত দিয়ে আবার ভারতে প্রবেশ করে।