বিএসএফের কাছে হারল বিজিবি
ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের গাঢ় বন্ধনকে অটুট রাখার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ ম্যাচে বিএসএফের কাছে ৩-০ সেটে পরাজিত হয়েছে বিজিবি।
গতকাল সোমবার পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরো পয়েন্টে অনুষ্ঠিত হয় এই ভলিবল ম্যাচ। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন এই প্রীতি ম্যাচের আয়োজন করে।
ভলিবল ম্যাচে উপস্থিত ছিলেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল দেওয়ান মোহাম্মদ লিয়াকত আলী, ভারতের ফুলবাড়ি ৬৬ বিএসএফ ব্যাটালিয়নের ডিআইজি অজিত কুমার, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল হাকিম মোহাম্মদ নওশাদ, ৬৬ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার দিনেশ কুমার, সহকারী সেক্টর কমান্ডার অরুণ কুমার।
ভারত ও বাংলাদেশের সহস্রাধিক নাগরিক বিজিবি-বিএসএফ প্রীতি ম্যাচ উপভোগ করে। ম্যাচ শেষে খেলোয়াড়দের মাঝে শুভেচ্ছা পুরস্কার বিতরণ করা হয়।