ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/08/01/photo-1501587690.jpg)
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মানসিক ভারসাম্যহীন ছেলের লাঠির আঘাতে মা রাশিদা মল্লিকের (৬০) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আউড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাশিদা মল্লিক কাঁঠালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ছিলেন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
স্থানীয়রা জানান, রাশিদা মল্লিক আজ দুপুরে বাড়িতে রান্না করছিলেন। এ সময় তাঁর মানসিক ভারসাম্যহীন ছেলে বাদশা মল্লিক ঘরে খাবার না পেয়ে উত্তেজিত হয়। একপর্যায়ে আকস্মিকভাবে লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁর মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার জানান, বাদশা মল্লিক একজন মানসিক ভারসাম্যহীন যুবক। সে কোনো কারণ ছাড়াই তার মাকে লাঠি দিয়ে আঘাত করলে মৃত্যু হয়। এ ছাড়া অন্য কোনো কারণ আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে ছেলে বাদশা মল্লিককে খুঁজে পাওয়া যাচ্ছে না।